বুধবারের পর বৃহস্পতিবারও দেশজুড়ে চারশোরও অধিক উড়ান বাতিল করেছে একাধিক বিমান সংস্থা।
“বন্ধ করা হয়েছে মোট ২৭টি বিমানবন্দর।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও দেশজুড়ে চারশোরও অধিক উড়ান বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। এর পাশাপাশি বন্ধ করা হয়েছে মোট ২৭টি বিমানবন্দর। মঙ্গলবার মধ্য রাতে পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। তারপরই দেশজুড়ে বাতিল করা হয় দুশোরও বেশি উড়ান। বন্ধ ছিল ১৮টি বিমানবন্দর। এবার সেই সংখ্যাটা বেড়ে হল ২৭। শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা ইত্যাদি। আগামী ১০ই মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত এই বিমানবন্দর গুলিতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। এমটাই দাবি করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে l