“এটা গর্বের মুহূর্ত”। বুধবার ক্যাবিনেট বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলতে গিয়ে প্রথমেই একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
“অপারেশন সিঁদুর’ কাশ্মিরের পহেলগামে জঙ্গি হানায় নিহতদের স্ত্রী’দের সিঁদুরের বদলা নিল সেনা বাহিনী। “
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: “এটা গর্বের মুহূর্ত”। বুধবার ক্যাবিনেট বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলতে গিয়ে প্রথমেই একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বৈঠকে ক্যাবিনেটকে জানান, পরিকল্পনা মাফিকই অপারেশন সিঁদুরকে বাস্তবের রূপ দেওয়া হয়েছে।এই অভিযান আমাদের করতেই হত বলে তিনি উল্লেখ করেন।‘অপারেশন সিঁদুর’ কাশ্মিরের পহেলগামে জঙ্গি হানায় নিহতদের স্ত্রী’দের সিঁদুরের বদলা নিল সেনা বাহিনী। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এল ভারত। আর এই অভিযানের পরই বুধবার ক্যাবিনেট বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তিনি বললেন, “এই অভিযান আমাদের করতেই হত”। ক্যাবিনেট বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটা গর্বের মুহূর্ত”। পরিকল্পনা মাফিকই অপারেশন সিঁদুরকে বাস্তবের রূপ দেওয়া হয়েছে। অভিযানে কোনও ভুলচুক হয়নি। সাফল্যের সঙ্গেই প্রত্যাঘাত করেছে ভারত। সেনা বাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় সেনার তিন বাহিনী গোটা মিশনকে নিখুঁতভাবে রূপ দিয়েছে। আগে থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। “গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা সেনা বাহিনীর উপর গর্বিত“। বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৪ মিনিট ধরে পুরো অপারেশন ব্যাখ্যা করেন। বাকি মন্ত্রীরা টেবিল চাপড়ে তা সমর্থন করেন।