রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন সেনার তিন বাহিনীর প্রধানরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন সেনার তিন বাহিনীর প্রধানরা। সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনেরাল অনিল চৌহান। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁরা রাষ্ট্রপতিকে যাবতীয় আপডেট জানিয়েছেন। এদিন দেশের সিডিএস জেনেরাল অনিল চৌহান, সেনা বাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনার প্রধান মার্শাল এপি সিং এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং “অপারেশন সিঁদুর” নিয়ে বিস্তারিত তথ্য জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তিন বাহিনীর সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর ভাবে জবাব দিয়েছে, তাকে সাধুবাদ জানান রাষ্ট্রপতি। দেশের তিন বাহিনীর যৌথ অভিযানেই অপারেশন সিঁদুর চালানো হয়েছে।তাতে সাফল্য পায় তিন বাহিনী।