হটাৎ করে রাতারাতি লস অ্যাঞ্জেলসের যে বাংলো ছেড়েছিলেন একগুচ্ছ সমস্যা মাথায় নিয়ে l এবার ১৬০০ কোটির সেই ম্যানশনেই মামলা মোকদ্দমা নিকেশ করে ফিরছেন নিক-প্রিয়াঙ্কা l মার্কিন মুলুকের সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলো পুননির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এবার নতুন করে গৃহপ্রবেশ করার পালা। প্রসঙ্গত,
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেই লস অ্যাঞ্জেলসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। যা দেখলে চোখ ধাঁধিয়ে যায় lদামও সেরকম। ২.৫ মিলিয়ন ডলার। সেই বিলাসবহুল বাংলোই কিনা একেবারে বসবাস অযোগ্য হয়ে উঠেছিল মাস খানেক আগে। জল চুঁইয়ে এরকম পরিস্থিতি ছিল যে বসার ঘরের সমস্ত ডিজাইনার আসবাব নষ্ট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সুদৃশ্য সুইমিং পুলের পাশেও জায়গাটিও নষ্ট হয়ে গিয়েছিল। নিক-প্রিয়াঙ্কার কাছে সেটা ঠিক যেন দুঃস্বপ্নের মত হয়ে উঠেছিল!
এবার ১৬০০ কোটির সেই ম্যানশনেই মামলা মোকদ্দমা নিকেশ করে ফিরছেন নিক-প্রিয়াঙ্কা l

Leave a Comment