ত্রিপুরা বার এসোসিয়েশনে সিপিএম কংগ্রেস জোটের রাজত্ব বহাল

prasenjit
1 Min Read

বিজেপির প্যানেলকে হারিয়ে ত্রিপুরা বার এসোসিয়েশনে সিপিএম কংগ্রেস জোটের রাজত্ব বহাল l আইন
জীবী উন্নয়ন মঞ্চকে হারিয়ে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসনে পুনরায় সেইভ কনস্টিটিউশন ফোরাম ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস, সহ-সভাপতি পদে সুব্রত দেবনাথ এবং সেক্রেটারি পদে কৌশিক ইন্দু, সহকারী সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন অমর দেববর্মা ও উৎপল দাস l এছাড়াও দুটি প্যানেল থেকেই ১০ জন মেম্বার নিযুক্ত হয়েছে বলে জানা গেছে l

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *