মঙ্গলবার বিজেপি ও তিপ্রা মথা দল ছেড়ে ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Oct. 2025: ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে দল বদলের পালা জারি রয়েছে। মঙ্গলবার বিজেপি ও তিপ্রা মথা দল ছেড়ে ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন। সেই অনুসারে মঙ্গলবার খোয়াইয়ে কংগ্রেস ভবনে নবাগতদের স্বাগত জানান পিসিসি সভাপতি আশিস কুমার সাহা।তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এদিন দুপুরে খোয়াইয়ের কংগ্রেস ভবনে রাজ্য কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিষ সাহার নেতৃত্বে পিছিয়ে পড়া আদিবাসীদের উন্নতির স্বার্থে এবং সংগঠনকে মজবুত করতে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আদিবাসী কংগ্রেস দলের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া ও প্রদেশ কংগ্রেসের সদস্য তথা প্রাক্তন শিক্ষক পরিতোষ দাস সহ অন্যান্যরা।
