ত্রিপুরায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে শিশু সহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি।
ত্রিপুরায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে শিশু সহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। সোমবার আগরতলার জিআরপি থানার আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে আগরতলা রেলস্টেশন থেকে চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুজন শিশু রয়েছে l জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে বাংলাদেশিরা বহি:রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। ওই সময় রেল স্টেশনে দুজন বাংলাদেশি দ্রুত গতিতে হেঁটে বের হচ্ছে। সে সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। মঙ্গলবার এদেরকে আদালতে হাজির করা হয় l