নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14th Nov. 2025: শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় । বিজেপির জয় ঘোষণার পর আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দলের কর্মী সমর্থকদের ব্যাপক বিজয় উল্লাস পরিলক্ষিত হয়। এদিন দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় দলীয় কার্যালয়ে। ঢাক-ঢোলের তালে তালে কর্মীদের নাচ, মিষ্টি বিতরণ এবং একে অপরকে অভিনন্দনের মধ্য দিয়ে বিজয়ের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে আয়োজিত এক বিজয় মিছিল এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক ভগবান দাস, মেয়র দীপক মজুমদার ও দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ আরো অনেকে ।
বিহারের জয় উপলক্ষে প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এন ডি এ এর জয় নির্ধারিত ছিল l মানুষ এন ডি এ এর উপর বিশ্বাস রেখেছে l এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এক মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে ধন্যবাদ জানায় l বিহার বাসী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রেখেই নিজেদের ভোটাধি ধিকার প্রয়োগ করেছেন l এরজন্য বিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি l
বিহারে বিজেপির জয় ঘোষণার পর আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দলের কর্মী সমর্থকদের ব্যাপক বিজয় উল্লাস পরিলক্ষিত হয়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
