পবিত্র রমজান মাসের শেষে খুশির ইদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা।
পবিত্র রমজান মাসের শেষে খুশির ইদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা। টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ইদ-উল-ফিতর। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে কবে পালিত হবে খুশির ঈদ। আগামী ৩১শে মার্চ সোমবার পালিত হতে পারে ঈদ। তবে সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের দিনক্ষন। এই ঈদকে সামনে রেখে রাজধানীর গেদু মিয়া মসজিদে চলছে জোর প্রস্তুতি। সাফাইয়ের মাধমে সাজিয়ে তোলা হচ্ছে মসজিদকে। আগামী সোমবার ঈদের দিন রাজধানীর গেদু মিয়া মসজিদে সকাল আটটায় ঈদের নামাজ আদায় করা হবে। এনিয়ে চলছে এখন চূড়ান্ত প্রস্তুতি l চলছে সাফাই প্রক্রিয়া l