দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিং তামাং।

দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিং তামাং। সোমবার পালজোর স্টেডিয়ামে সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য শপথবাক্য পাঠ করালেন প্রেমকে। ২০২৪-এর বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরকে কার্যত ধুলিস্যাৎ করার পর হিমালয় ঘেরা ছোট্ট সিকিমের মুখ্যমন্ত্রী পদে বসলেন একদা দুর্নীতির দায়ে জেলখাটা প্রেম সিং তামাং। গত ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রকাশ্যে এসেছিল ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভা নির্বাচনের ফলাফল। যেখানে দেখা যায়, বিরোধী শিবির সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টকে কার্যত ধুয়ে মুছে সাফ করে ৩১টি আসন জিতেছে প্রেম সিংয়ের দল এসকেএম। মাত্র একটি আসন পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল এসডিএফ। ভোট শতাংশের হিসেবে এসকেএম পেয়েছে ৫৭ শতাংশ ভোট এবং এসডিএফ মাত্র ২৭ শতাংশ। এই পাহাড়ি রাজ্যে একটি আসন পায়নি বিজেপি ও কংগ্রেস। ভোটের ফল প্রকাশের ৬ দিন পর সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রেম সিং। তার পাশাপাশি রাজ্যপাল এদিন শপথবাক্য পাঠ করান তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের।