গোটা দেশ এখন মোদীময় l দেশজুড়ে গেরুয়া ঝড় না উঠলেও জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়তে চলছে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি। আগামী ৯ জুন রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। এমনটাই খবর এক সংবাদ সংস্থা সূত্রে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ফের একবার চাঁদের হাট বসতে চলেছে দিল্লির বুকে। এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি। প্রথমে শোনা গিয়েছিল সব ঠিক থাকলে ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেবেন নমো।
জানা গিয়েছে, সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে খবর ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা যায় রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সাজসজ্জার কাজের জন্য বুধবার থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে। রবিবার সন্ধ্যে ৬টায় শপথ নেবেন মোদি।
জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়তে চলছে বিজেপি।

Leave a Comment