চলতি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হবেন সবচেয়ে বড় বিরোধী দল থেকেই।

prasenjit
1 Min Read

চলতি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হবেন সবচেয়ে বড় বিরোধী দল থেকেই। দুদফার ভোট বাকি থাকতেই জোট শরিকদের স্পষ্ট বার্তা দিয়ে দিল কংগ্রেস। জয়রাম রমেশ বলে দিলেন, ২০০৪ সালে যেমন ভাবে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছিল, সেভাবেই প্রধানমন্ত্রী বাছাই হবে। ইন্ডিয়া শিবিরের সবচেয়ে বড় দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। বিজেপি দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছে, বিরোধীদের এই বরযাত্রীতে ‘দুলহা’টা কে? প্রধানমন্ত্রী খোঁচা দিয়েছেন, ইন্ডিয়া জোটে এত প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার যে ওরা ক্ষমতায় এলে প্রতিছর একজন করে প্রধানমন্ত্রী হবেন। সেই প্রশ্নের জবাবে জয়রামের বক্তব্য, “ইন্ডিয়া জোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী বেছে নেবে। আমরা জিতে আসার পর সাংসদরা বৈঠক করবেন। সবচেয়ে বড় দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন।”কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান ইঙ্গিতবাহী ভাবে বললেন, প্রধানমন্ত্রীর নির্বাচনটা হবে ২০০৪ সালের মত। সেবার গণতান্ত্রিকভাবে ৪ দিনের মধ্যে ডঃ মনোমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এবারও ভোটের ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *