আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই মণিপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

prasenjit
1 Min Read

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই মণিপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, নির্বাচনী প্রচার সারতেই পাহাড়ি রাজ্যটিতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ্য, মণিপুরের তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন শাহ। সেই জন্যই উত্তর-পূর্বের রাজ্যটিতে যাবেন তিনি। গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মণিপুর। প্রাণ হারান শতাধিক মানুষ। মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। জ্বলতে থাকা মণিপুরে কেন যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে গত জুন মাসে চারদিনের জন্য মণিপুর সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেও লাগাতার হিংসার ঘটনা ঘটেছে উত্তর-পূর্বের রাজ্যটিতে।কিন্তু গত ৪৫ দিনে একবারও কুকি-মেতেই সংঘর্ষের খবর মেলেনি মণিপুর থেকে। জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। দুই দফায় ভোট হবে সেরাজ্য। আগামী ১৯ এপ্রিল এবং ২৬শে এপ্রিল নির্বাচন হবে মণিপুরে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *