কর্মচারীদের সুদিন শেষ l
কর্মচারীদের সুদিন শেষ l ১২টায় অফিস আসি ২টোয় টিফিন’, প্রায় ২৬ বছর আগে সরকারি দপ্তরের জীবন্ত ছবিটা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তবে এত দিনেও সরকারি কর্মীদের গয়ংগচ্ছ মানসিকতায় খুব একটা বদল আসেনি। এবার সরকারি অফিসের চেনা ছবিটা আপাদমস্তক বদলে ফেলতে কড়া নিয়ম আনল কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের ১ মিনিট দেরিতে অফিস ঢুকলে সরকারি কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সকাল ৯টায় অফিসে ঢুকতে হবে কর্মীদের। সেক্ষেত্রে ১৫ মিনিট ছাড় দেওয়া হবে। কিন্তু এই সময়সীমার পর যদি এক মিনিটও দেরি হয় সেক্ষেত্রে সরকারি কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে। অথবা বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে। দু’দিন দেরি হলে কাটা যাবে গোটা একটি ছুটি। এই নিয়মের মাধ্যমে সরকারের লক্ষ্য সরকারি অফিসে কর্মীদের নিয়মানুবর্তিতা। শুধু কর্মী নন সকল আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। এর ফলে বিপাকে এখন সরকারি কর্মী রা l