র্মীদের গণছুটির জেরে বড়সড় বিপাকে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা । আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন অন্তত ৪০ টি উড়ান বাতিল করেছে তারা।

prasenjit
1 Min Read

র্মীদের গণছুটির জেরে বড়সড় বিপাকে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা । আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন অন্তত ৪০ টি উড়ান বাতিল করেছে তারা। সেই সঙ্গে কেন্দ্রের নোটিসও পৌঁছে গিয়েছে উড়ান সংস্থার কাছে। কেন এইভাবে বিমান বাতিল হচ্ছে, সেই প্রশ্নের দ্রুত জবাব দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। সমস্যার সূত্রপাত গত মঙ্গলবার থেকে। ওইদিন ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাঁদের মোবাইল ফোনও। চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। তার জেরে মঙ্গলবার শতাধিক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরের দিন ৩০ জন সিনিয়র কেবিন ক্রু-কে বরখাস্ত করেছে দেশের বৃহত্তম বিমান সংস্থা।এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে, প্রতিদিন অন্তত ৪০টি করে বিমান বাতিল করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া। সাধারণত প্রতিদিন ৩৫০ থেকে ৪০০টি বিমান চালনা করে তারা। অন্তত ২৫০টি অন্তর্দেশীয় এবং ১২০টি আন্তর্জাতিক বিমান রয়েছে। কিন্তু আপাতত সেই সংখ্যায় কাটছাঁট করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *