সোমবার প্রয়াত হলেন ত্রিপুরার সিস্টার গুঁড়া মশলার কর্ণধার গৌতম পাল। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘ সময়। এদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি স্ত্রী, কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার প্রয়াণে রাজ্যের ব্যবসায়ি মহলে শোকের ছায়া নেমে এসেছে।