মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুর্ধ সতের রাজ্য ভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন হয়।

Date:

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুর্ধ সতের রাজ্য ভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন হয়। উদ্ধোধনী অনুস্টানে মন্ত্রী টিংকু রায় ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দও ও অরুণ সাহা সহ আরও অনেকে। রাজ্য ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে মোট নয়টি দল অংশ গ্রহণ করেছে। টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে উত্তর জেলা একাদশের বিরুদ্ধে ঊনকোটি জেলা একাদশ মুখোমুখি হয়েছিল। উদ্ধোধনী ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে ঊনকোটি জেলা একাদশ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্ধোধনী অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন , ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুস্টানে ছাত্রীরা যে পরিমান অংশ গ্রহণ করেছে, সেই তুলনায় অভিভাবকদের উপস্থিতি খুবই নগন্য। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা মাঠ মুখী হচ্ছে না এবং এরা খেলাধূলাতে আগ্রহ দেখাচ্ছে না। সেক্ষেত্রে অভিভাবকদেরও বড় ভুমিকা নিতে হবে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের কয়েকজন ছেলে মেয়েরা খেলাধুলাতে গোটা ভারতবর্ষ নেতৃত্ব দিচ্ছে। দিপা কর্মকার, সোমদেব দেববর্মন, আরশিয়ারা ত্রিপুরার নাম যেমন উজ্জ্বল করছে, ঠিক তেমনি গোটা পৃথিবীতে এরা দেশের নাম বলে বেড়াচ্ছে বলে জানান মন্ত্রী টিংকু রায় l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...