আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই বাঙ্গালীদের একটি বিশেষ অনুষ্ঠান পৌষ সংক্রান্তি l যাকে রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ আলন্তি বলে আখ্যায়িত করে থাকে। সেই পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালি হিন্দু ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছে ন মহিলারা। প্রচন্ড শীতকে উপেক্ষা করেও তাদের উঠানে রং বেরঙের আলপনা আঁকা নিয়ে ব্যস্ত তারা। ঠিক এমনই একটি চিত্র উঠে এল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনমালা এলাকা থেকে। গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি l বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা জানিয়েছেন, পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তির দিনে রকমারি পিঠেপুলি সহ রক মারি পদ রান্না করে ভগবানের উদ্দেশ্যে পূজা করা হয় l সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে হরির উদ্দেশ্যে লুট বের হয়। সবকিছু মিলিয়ে বছরের এই দিনটি যেন বাঙালি হিন্দুদের একটি বিশেষ পার্বণ হিসেবে পালিত হয়।
আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই বাঙ্গালীদের একটি বিশেষ অনুষ্ঠান পৌষ সংক্রান্তি l
Date: