মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
শুক্রবার রাজধানীর মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিজ্ঞান মেলার উদ্বোধন করে নিজের বক্তব্যে মেয়র দীপক মজুমদার বলেন, এই যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিশ্বাস প্রত্যাশা এবং ধারনা এতে যারা অংশগ্রহণ করবে বা যে বিষয় বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয় বস্তু উপস্থাপন করবেন এতে শিক্ষার্থীরা অনেকটাই সমৃদ্ধ হবে। বিজ্ঞান মেলায় পুরস্কার পাওয়াটাই বড় বিষয় নয়, এতে অংশ গ্রহণ করাটাই অনেক বড়। এর জন্য শিক্ষার্থীদের অনেক পড়াশোনা করতে হয়েছে। এদিন তিনি আয়োজকদের এই ধরনের একটি বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।