আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাব প্রচলিত রয়েছে। এবার কোপা আমেরিকাতেও একই নিয়ম দেখা যাবে। খেলতে খেলতে কোনও ফুটবলারের মাথায় চোট লাগলে সংশ্লিষ্ট ফুটবলারের পরিবর্ত হিসেবে নতুন কাউকে মাঠে পাঠানো হবে। দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবল মঙ্গলবার একথা জানিয়েছে। আগামী ২০ জুন কোপা আমেরিকার বল গড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট চলবে আগামী ১৪ই জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকায় এই কনকাশন সাব নিয়ম চালু হবে। তার পর এই ফুটবল সংস্থা পরিচালিত সব ফুটবল টুর্নামেন্টেই কনকাশন সাব নিয়ম চালু করা হবে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কনমেবল জানিয়েছে, নিয়ম অনুযায়ী, প্রতিটি দল পাঁচটি করে পরিবর্তন আনতে পারে। তবে ফুটবলারের শারীরিক অবস্থার জন্য ষষ্ঠ পরিবর্তন আনতেই পারে সংশ্লিষ্ট দল। কনমেবলের তরফে আরও জানানো হয়, মাথায় চোট লাগলে বা কনকাশন হলে অতিরিক্ত সাবস্টিটিউশন করতেই পারে সংশ্লিষ্ট দল। এই পরিবর্তন করাতে হলে চতুর্থ অফিসিয়ালকে জানাতে হবে। পিঙ্ক কার্ড ব্যবহার করতে হবে।
আগামী ২০ জুন কোপা আমেরিকার বল গড়াচ্ছে।
Date: