এবার রাষ্ট্রপতি দ্রৌপুদী মুর্মুর সহযোগিতা চাইছেন “আর জি কর” এর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

নিজেদের দাবিতে অনড় আর জি কর ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপুদী মুর্মুর সহযোগিতা চাইছেন তাঁরা। শুক্রবার সকালেই চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেল করা হয়েছে বলে খবর। মেলে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও তাঁদের দাবি সমূহের কথা উল্লেখ করেছেন। নবান্নর সামনে থেকে বৃহস্পতিবার রাতেই ফের অবস্থানমঞ্চে ফিরে আসেন তাঁরা। চলছে ধরনা। পেরিয়েছে প্রায় ৬৭ ঘণ্টারও বেশি সময়। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। সরকারের তরফে দু’বার মেল করে তাঁদের বৈঠকের আহ্বান জানানো হয়। পালটা মেলে তাঁরা নিজেদের দাবি জানান।