প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি

prasenjit
1 Min Read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি

Published by: Gopa Posted:June 15, 2024 5:47 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে এবার প্রকাশ্যে। শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে খাড়গে বলেন, ‘এনডিএ কোন রকমে সরকার গড়েছে। ভুল করে। সরকার গড়ার জন–আদেশ নরেন্দ্র মোদি পাননি। তাঁর সরকার সংখ্যালঘু। যেকোন সময়ে ওই সরকারের পতন ঘটতে পারে।’কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন দিল্লিতে। ভোটের ফলাফল ঘোষণা পর ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকে। তবে তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে ছিল না। শুক্রবারের মন্তব্য প্রকাশ্যে।খাড়গে বলেন, ‘আমরা তো চাইব সরকারটা চলুক। দেশের জন্য সেটা ভালো। আমরাও চাই একসঙ্গে দেশের জন্য কাজ করতে। দেশকে মজবুত করতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাসটাই এমন যে যা ঠিকঠাক চলে, তাকে চলতে দেন না। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, দেশকে শক্তিশালী করার জন্য আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *