শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এদিন তাকে গ্রেপ্তার করে চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এই থানায়ই এই অভিনেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এই দক্ষিণী সুপারস্টারকে গ্রেপ্তার করা হয়েছে । জানা গেছে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় দক্ষিণী সিনে দুনিয়া।