বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দু সংর্ষঘ সমিতি।
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দু সংর্ষঘ সমিতি। এরপর এদিন রাতেই এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এবিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান, গতকাল বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম বেরিয়ে আসবে বলে তিনি জানান। এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এখন l