আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!
আমেরিকার নিউ অর্লিন্স শহরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার ওই ঘটনার তীব্র নিন্দা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউ অর্লিন্সের ঘটনাকে “কাপুরুষচিত জঙ্গি হামলা” বললেন নরেন্দ্র মোদি।এদিন ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দেশে জঙ্গি হামলার ঘটনার প্রতিক্রিয়ায় টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “নিউ অর্লিন্সের কাপুরুষচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই আমরা।ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশে আছি। প্রার্থনা করি তারা যেন দ্রুত এই বিপর্যয় থেকে উদ্ধারের শক্তি ও সান্ত্বনা পান।”