দীর্ঘ দশ বছর পর জাল নোট মামলায় এক অভিযুক্তকে দুটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা দিলেন ধর্মনগর দায়রা আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা।
দীর্ঘ দশ বছর পর জাল নোট মামলায় এক অভিযুক্তকে দুটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা দিলেন ধর্মনগর দায়রা আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা। এর সাথে পাঁচ হাজার টাকার জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে জেল হাজতের রায় দেন তিনি। ঘটনার বিবরণে সরকারি আইনজীবী পার্থ পাল জানান, ২০১৪ সালের ১লা নভেম্বর সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উত্তর পদ্মবিলের বাসিন্দা হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি ধর্মনগর শহরের ক্ষিতীশ চন্দ্র দেবনাথের মুদি দোকানে কোন একটা জিনিস কিনতে গিয়েছিলেন। কিছু জিনিস কিনার পর হেলাল দোকান মালিককে পাঁচশো টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয়। প্রাথমিক ভাবে বোঝা যায় এটি জাল নোট। পরে আশপাশের দোকানি সহ দোকান মালিকের ছেলে মতিলাল দাস ধর্মনগর থানায় খবর দিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ছয়টি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ জাল তিন হাজার টাকা উদ্ধার করে। এরপর শুরু হয় মামলার শুনানি l শুনানি শেষে বুধবার সাজা ঘোষণা করা হয় l