ফের বিপাকে চিন্ময় কৃষ্ণ দাস
ফের বিপাকে চিন্ময় কৃষ্ণ দাস l বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আবেদন খারিজ হয়ে গেল বাংলাদেশের চট্টগ্রাম আদালতে। এদিন তিনটি মামলার আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তিনি ঢাকা থেকে এসেছিলেন চট্টগ্রামে। কিন্তু তাঁর আবেদনের শুনানি হয়নি আদালতে। দায়রা আদালতের বিচারক সাইফুল ইসলাম সেই আবেদন খারিজ করে দেন। এক্ষেত্রে উপযুক্ত ওকালত নামা না থাকার কারণ দর্শিয়ে খারিজ হয় আবেদন। প্রসঙ্গত, রবীন্দ্র ঘোষ ঢাকা শীর্ষ আদালতের আইনজীবী। চট্টগ্রাম আদালতের কোনও আইনজীবী চিন্ময় কৃষ্ণর দাসের পক্ষে সওয়াল করতে চাননি বলে জানা গিয়েছে। এদিকে, অভিযোগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল না করার। এখন উভয় সংকট চিন্ময় কৃষ্ণ দাসের l