বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাস এর জামিনের আবেদন নামঞ্জুর করে দিল আদালত।
গত বছরের ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। বৃহস্পতিবার তার জামিনের আবেদন নামঞ্জুর করে দিল আদালত। এদিন সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জর্জ আদালত জামিন নামঞ্জুর করে। এদিন শুনানি শেষে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান,তারা উচ্চ আদালতে যাবেন। এদিকে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এদিন সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। তাই আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলে তিনি জানান। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কি হয় l