ভারত ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা। নিক জোনাসের সঙ্গে গুছিয়ে ঘর-সংসার পেতেছেন ওদেশে। একগুচ্ছ সমস্যা নিয়ে মাস দুয়েক আগেই লস অ্যাঞ্জেলসের বাংলো ছেড়েছিলেন রাতারাতি। তারপর ভারতে কাটিয়ে গিয়েছেন দিন পনেরো। এবার শোনা যাচ্ছে, সাধের পুণের বাংলো ভাড়া দিয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ চোপড়া সকলে মিলেই পুণের বাংলো ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য দ্য আর্বান নোমাডস নামেও এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। পুণের কোরেগাওঁ পার্ক এলাকায় অবস্থিত চোপড়া পরিবারের ওই সুবিশাল বাংলো। সেটাই বর্তমানে লিজে দিয়েছেন তাঁরা। যার জন্য অগ্রীম ৬ লক্ষ টাকা ডিপোজিট মানি নেওয়ার পাশাপাশি প্রতি মাসে ২.০৬ লক্ষ টাকা ভাড়াও নেবেন প্রিয়াঙ্কারা।