চোখের সামনে মুহুর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ । ফাটল ধরেছে রাস্তায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয় মায়ানমার।
চোখের সামনে মুহুর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ । ফাটল ধরেছে রাস্তায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয় মায়ানমার। এর থেকে রেহাই পেল না মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও। ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। এখানেও ভেঙে পড়েছে একের পর এক ভবন। কমপক্ষে ৪৫ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে।সংবাদ মাধ্যম সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্ডলয়। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। মায়ানমার তো বটেই ভূমিকম্পের বিরাট প্রভাব পড়ে থাইল্যান্ড ও ভিয়েতনামে। থাইল্যান্ডের ব্যাঙ্ককে প্রায় ১৭ মিলিয়ন মানুষের বাস। বিরাট বিরাট বাসভবন রয়েছে এই অঞ্চলে। যার একাধিক বাড়ি মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায়।