শুক্রবার ছিল তিন বীরাঙ্গনা কুমারী, মধুতী ও রূপশ্রীর শহিদান দিবস।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার ছিল তিন বীরাঙ্গনা কুমারী, মধুতী ও রূপশ্রীর শহিদান দিবস। এবছর তাদের ৭৭তম শহীদান দিবস। এই উপলক্ষে আগরতলা টাউন হলে এক হল সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ও প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তপন চক্রবর্তী সহ সিপি আই এম দলের অন্যান্য নেতৃত্বরা। সভায় মানিক সরকার তার ভাষণে বলেন, তিন বীরাঙ্গনা কুমারী মধুতী ও রূপশ্রীর ৭৭তম শহিদান দিবস। ৭৬ শেষ হয়েছে, ৭৭-এ পদার্পণ করেছে। ইতিহাস তো খুব বেশি একটা লম্বা না। ৪৫-এর জনশিক্ষা আন্দোলন তার ভিত্তি তৈরি হয়েছে।৪৮-এ গনমুক্তি পরিষদ।বিশেষ বিশেষ ঘটনা ছাড়াও এর বাইরেও অনেক ঘটনা আছে l যেগুলি খুব কমই উল্লেখ করা হয় বলে তিনি জানান।