এবার জন্ম নথিভুক্তিকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক হতে চলেছে পিতা-মাতার ধর্মের নথিভুক্তও। এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করতে হত। এবার থেকে মা ও বাবা ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে।সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিশুদের জন্মের নথিভুক্তিকরণের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হচ্ছে। এবার থেকে ধর্মের উল্লেখও করতে হবে জন্ম নথিভুক্তিকরণের ক্ষেত্রে। এই তথ্যের ভিত্তিতেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে তথ্য আপডেট করা হবে, এমনটাই ভাবনা-চিন্তা সরকারের।২০২৩ সালের অগস্ট মাসে সংসদে পাস হয় জন্ম-মৃত্য়ুর নথিভুক্তিকরণ (সংশোধন) আইন । এই আইন অনুযায়ী, জন্ম-মৃত্যুর তথ্য ভাণ্ডার হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হবে। নতুন আইন অনুযায়ী, জন্ম-মৃত্যুর তথ্য কেন্দ্রীয় সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টাল crsorgi.gov.in এ ডিজিটাল পদ্ধতিতে রেজিস্টার করাতে হবে। এই পোর্টাল থেকে পাওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করে স্কুলে ভর্তি থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেছে।