সোমবার ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজেপি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঋষি কলোনি এলাকায় জন সম্পর্ক অভিযান করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজেপি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঋষি কলোনি এলাকায় জন সম্পর্ক অভিযান করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও ও ১৩ প্রতাপগড় মন্ডলের মন্ডল সভানেত্রী সহ আরো অনেকে।অভিযান কালিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ১৯৮০ সালের ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। রবিবার আমরা দলের ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বদের সিদ্ধান্ত অনুসারে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে l এরমধ্যে একটি হল জন সম্পর্ক অভিযান l আজ থেকে এই অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।