রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কথা l বুধবার রাজপথ কাঁপিয়ে মিছিল করে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিজেপি রাজ্য নেতৃত্ব ও জোট সঙ্গী মথা ও আই পি এফ টি দলের, নেতৃত্বকে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দেন তিনি। তার সঙ্গে মিছিলে ছিলেন মূখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, হরিয়ানার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পুর মেয়র দীপক মজুমদার ও বিজেপি নেতা ও বিশাল সংখক বিজেপি কর্মীরা। বিপ্লব কুমার দেবকে নিয়ে সারা শহর পরিক্রমা করে এই মেগা মিছিল। পড়ে রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রার্থী বিপ্লব কূমার দেব। এদিন বিপ্লব কুমার দেবের জয় নিয়ে একশো শতাংশ আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মনোনয়ন পত্র দাখিলের পর সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন মূখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ প্রার্থী বিপ্লব কুমার দেব। বিজেপির জয় নিয়ে গভীর আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, লোকসভায় একাই তিনশো সত্তরের অধিক আসনে জয়লাভ করবে বিজেপি দল।