যোগ্য চাকরিহারাদের পক্ষে সওয়াল করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এবার খবরের শিরোনামে রাহুল গান্ধী। যোগ্য চাকরিহারাদের পক্ষে সওয়াল করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যোগ্যদের চাকরি হারানোর বিষয়ে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন তিনি। এনিয়ে পদক্ষেপ তদন্ত করার জন্য সরকারকে অনুরোধ করতেও রাষ্ট্রপতিকে আবেদন করলেন লোকসভার বিরোধী দলনেতা। দুর্নীতিতে যুক্তদের বিচারের কাঠগড়ায় আনার কথাও বললেন রাহুল। যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের পৃথক করা যায়নি। সেজন্য এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দিল্লি যান চাকরিহারা পাঁচ শিক্ষক। তারা দেখা করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। লোকসভার বিরোধীর দলনেতার সঙ্গে মিনিট ১২ কথা হয়েছিল চাকরিহারাদের। তখনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখার জন্য রাহুলকে তাঁরা আবেদন জানিয়েছিলেন। রাষ্ট্রপতি যাতে তাঁদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন, সেই আবেদন জানাতেও রাহুলকে অনুরোধ করেছিলেন তাঁরা। সেইসময় রাহুল জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। কথা দিয়ে কথা রাখলেন রাহুল।