One nation one election . ‘এক দেশ এক ভোট’ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: One nation one election . ‘এক দেশ এক ভোট’ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এক দেশ এক ভোট’ করা খুবই জরুরি। কারন আলাদা আলাদা ভাবে নির্বাচন হলে সময়ও অনেক লাগে এবং টাকাও অনেক খরচ হয়। ‘এক দেশ এক ভোট’ এই যে প্রথম তা নয়, দেশ স্বাধীন হওয়ার পর বিধানসভা ও লোকসভা নির্বাচন এক সঙ্গেই হত। কংগ্রেসের পাপের কারনে নির্বাচিত সরকারকে ৩৫৬ লাগু করে ভাঙ্গা তা কংগ্রেস শুরু করেছে। যে কারণে অসময়ে নির্বাচন হচ্ছে। তাই এই বিল আনা বা কার্যকর করা অত্যন্ত জরুরি বলে সাংসদ জোর দিয়ে একথা জানিয়েছেন।
Video link https://www.facebook.com/share/v/1HSB7FiuBM/