বৃহস্পতিবার আচমকা সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে দামছড়া খেদাছড়ার মাঝামাঝি কাছারিছড়া এলাকায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আচমকা সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে দামছড়া খেদাছড়ার মাঝামাঝি কাছারিছড়া এলাকায়। এদিন সকালে সিমেন্ট বোঝাইকারি একটি ১২ চাকার লরি চলাচলের সময় হঠাৎ ভেঙে পড়ে একটি লোহার সেতু। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান চালক। যেই সেতুটি ভেঙ্গে পড়েছে, সেই সেতুটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে অবস্থায় ছিল বলে জানা গেছে। বলা চলে এলাকাবাসীর চলাচলের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল এই সেতু। এই দুর্ঘটনার ফলে বর্তমানে উভয় দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ। প্রয়োজনে মানুষ হেঁটে পার হচ্ছেন সেতুর ধ্বংসস্তূপ দিয়েই। সেতুটি ভেঙ্গে পরায় স্কুল পড়ুয়া, সাধারণ যাত্রী সকলেই দুর্ভোগের শিকার হচ্ছে। একদিকে যাতায়াতের অচলাবস্থা, অন্যদিকে প্রশাসনের নিরবতা, এনিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
Video link: https://youtube.com/shorts/1cWrOSqGvd4?feature=share ও https://www.facebook.com/share/r/1BjRfxWVoN/