মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
“আগামিকাল ৭ই মে দেশের ২৮৮টি এলাকায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। “
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কালে কাশ্মীরের পহেলগামে সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে তীব্র টানাপোড়েনের আবহে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অজিত ডোভাল। গত ৪৮ ঘণ্টায় এনিয়ে দ্বিতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আগামিকাল ৭ই মে দেশের ২৮৮টি এলাকায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অজিত ডোভালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত,গত ২২শে এপ্রিল পহেলগামের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর এতবড় সন্ত্রাসবাদী হামলা আর হয়নি ভারতে। ২০১৯ সালে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। পহেলগামে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন।