সম্প্রতিকালে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবর্তে ‘গরু পালন’ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশ জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর।
“রাজ্যের অধিকাংশ সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতিকালে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবর্তে ‘গরু পালন’ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশ জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। তা নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার এব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি কঠোর ভাষায় সরকারকে আক্রমণ করে বলেন, রাজ্যের অধিকাংশ সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। ছাত্র-ছাত্রীদের ঠিকমতো পড়াশোনাই হচ্ছে না। তারই প্রতিফলন ঘটেছে মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক ফলাফল। অথচ সেই সমস্যা সমাধানে কোন পদক্ষেপ না নিয়ে, সরকার এখন গরু পালনের দিকে ঝুঁকেছে। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষকের অভাবে একদিকে যেখানে ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সেখানে শিক্ষা দপ্তর ‘দেশী গোবংশ রক্ষণ সংবর্ধন সমিতি’ নামক একটি সংগঠনকে স্কুলে পাঠিয়ে গরু পালনের কর্মশালা করাতে চলেছে l শিক্ষা একেবারে শেষ বলে তিনি জানান।