কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান নিয়ে সংবাদিক সম্মেলন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
“প্রশ্ন রাখতে চাই যে সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় কিভাবে আসল।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান নিয়ে সংবাদিক সম্মেলন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কংগ্রেস মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান রাজ্যের বিভিন্ন জায়গাতে সংগঠিত করছে। সেক্ষেত্রে তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় কিভাবে আসল। ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি ভারতের সংবিধান প্রনেতা, কংগ্রেস এত বছর ক্ষমতায় থাকার পরও বি আর আম্বেদকরকে কোন সময় শ্রদ্ধা অর্পণ করে নি বিগত দিনে। এমনকি উনার ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয় নি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, যারা সংবিধানকে হত্যা করেছে, তারা কিভাবে সংবিধান বাঁচাও দিবস পালন করছে। এটা জনগণ তাদের কাছে জানতে চাইছে। এর সঠিক জবাব দিন বলে তিনি জানান l