এক বা দু’দিন নয়, ২০ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে অবশেষে দেশের মাটিতে ফিরলেন পশ্চিম বাংলার হুগলির রিষড়ার বাসিন্দা ও বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার ওরফে পিকে সাউ।
“অভিনন্দন ও পূর্ণমের ফিরে আসা ভারতের কূটনৈতিক সাফল্য।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এক বা দু’দিন নয়, ২০ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে অবশেষে দেশের মাটিতে ফিরলেন পশ্চিম বাংলার হুগলির রিষড়ার বাসিন্দা ও বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার ওরফে পিকে সাউ। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ও কূটনৈতিক আলোচনার পরই সফল হয়েছে এই প্রত্যর্পণ প্রক্রিয়া। পাঞ্জাবের পাঠানকোটে ২৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত পূর্ণম। প্রসঙ্গত, গত ২৩শে এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার ঠিক পরদিন ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি এবং একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন। এমন ঘটনায় সাধারণত দু’দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং সংশ্লিষ্ট জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে পাকিস্তান প্রথমে তাঁকে ছাড়তে অস্বীকার করে। বহু তৎপরতার পর অবশেষে মুক্তি দেওয়া হয় তাকে। তার দেশে ফেরার খবরে খুশির আবহ জওয়ানের