সপ্তাহান্তে শপথগ্রহণ নরেন্দ্র মোদীর। তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তবে অতীতের দু’বারের থেকে অনেক কঠিন তৃতীয় মন্ত্রিসভা গঠন। দুই প্রধান শরিকের ‘চাপ’ মানার বাধ্যবাধকতা আছে মোদীর।
তৃতীয় মন্ত্রিসভা তো সাজাবেন। কিন্তু শরিকরা কী চাইবে? বিশেষত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘বিগ ফোর’ বলে খ্যাত চার মন্ত্রকের কোনটি বা কোন কোনটি শরিকদলকে দিতে হবে? আপাতত তা নিয়েই কাটাছেঁড়া চলছে নরেন্দ্র মোদীর চারপাশে।একটি সূত্রের দাবি, শপথের সময়ে তুলনায় ছোট মন্ত্রিসভাই গড়তে পারেন তিনি। কিন্তু তাতেও বড় শরিকদের খুশি করতেই হবে তাঁকে।