বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
(Published by: Prasenjit Debnath Posted:March 26, 2025) বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন লোকসভা মুলতুবি হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, তাঁকে সংসদে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি এটিকে ‘গণতন্ত্র বিরোধী’ বলেও দাবি করেছেন রাহুল। রাহুল গান্ধী বলেন, “আমি অধ্যক্ষের কাছে অনুরোধ করেছিলাম, আমাকে কথা বলতে দেওয়ার জন্য। কিন্তু তিনি কোনও সুযোগই দিলেন না, বরং সংসদ মুলতুবি করে বেরিয়ে গেলেন। এভাবে সংসদ পরিচালনা করা যায় না। এটি গণতন্ত্র-বিরোধী।” তিনি অভিযোগ করেন, “অধ্যক্ষ আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। কিন্তু যখন আমি তার উত্তর দিতে চাই, তখনই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
Video Link: https://www.facebook.com/share/v/1FJuRw2bqb/