ভারতে আসার পরিকল্পনা বাতিল করে দিলেন টেসলার মালিক ইলন মাস্ক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু হঠাৎই সেই পরিকল্পনা বাতিল করে দিলেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, টেসলার একাধিক দায়িত্ব-বাধ্যবাধকতা থাকার কারণেই ভারতে আসার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।
২০ এপ্রিল ভারত সফরে আসার কথা ছিল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের। ভারতে এসে একাধিক বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই তিনি পরিকল্পনা বাতিল করে দিলেন।ইলন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “দুঃখজনকভাবে, টেসলার একাধিক দায়িত্ব থাকায় ভারতে আসার পরিকল্পনা পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু আমি ভারতে আসতে আগ্রহী। এই বছরেরই আমি ভারতে আসব।”