রেলের চাকায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল অজ্ঞাত পরিচিত এক যুবতীর। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উদয়পুর পেরাতিয়া হোলাক্ষেত এলাকায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13 Jun.রেলের চাকায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল অজ্ঞাত পরিচিত এক যুবতীর। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উদয়পুর পেরাতিয়া হোলাক্ষেত এলাকায়। এদিন সকালে গর্জি পেড়াতিয়া রেল লাইনে এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গর্জি আউট পোস্টে। খবর পেয়ে আউট পোস্টের ওসি শিব শংকর এিপুরা, জি আর পি থানার ওসি গৌতম দেববর্মা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস। তিনি বলেন,মৃতার বয়স আনুমানিক ৩০ বছর হবে। তবে ওই যুবতির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে রেলে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। বর্তমানে মৃতদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পরই জানা যাবে কি ভাবে মৃত্যু হয়েছে।
এখন মৃতার পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ l