আগামী ২রা জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ।

prasenjit
1 Min Read

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ২রা জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। তার আগেই বড়সড় আশঙ্কার মুখে বিশ্বকাপের নিরাপত্তা। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নিশানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।একটি ক্রীড়া সংবাদমাধ্যম থেকে প্রকাশিত খবরে সেরকমই জানানো হয়েছে। উত্তর পাকিস্তানের প্রো-ইসলামিক স্টেট (আইএস) এবার লক্ষ্য করছে খেলাধুলোর অনুষ্ঠানগুলিকে। আইএস-র পাকিস্তান-আফগানিস্তান শাখা আইএস-খোরাসান থেকে ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা ছড়াচ্ছে। সেখানে বিভিন্ন দেশের জঙ্গিকাণ্ডের খবর তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তাদের সমর্থকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। এই খবরে উদ্বেগ বাড়ছে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে।এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। টিম হোটেল ও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা থাকবে। সব দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *