মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপের মুকুট। ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিনি কিং।

Date:

মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপের মুকুট। ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিনি কিং। কিন্তু রাজার হাতে নেই ট্রফি। ১৭ বছর ধরে লাগাতার চেষ্টা, তবু ভারতসেরার তকমা অধরাই। আরও একবার খালি হাতেই যুদ্ধক্ষেত্র, থুড়ি ক্রিকেট মাঠ ছাড়তে হল তাঁকে। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে।চলতি আইপিএলে আরসিবির অভিযান কোনও রূপকথার চেয়ে কম ছিল না। হারের ডবল হ্যাটট্রিক সেরে টুর্নামেন্ট থেকে আরসিবির বিদায় যখন নিশ্চিত, ঠিক তখনই ফিনিক্স পাখির মতো জ্বলে উঠল লাল-কালো জার্সিধারীরা। পরপর একের পর এক ম্যাচে জয় পেয়ে ট্রফি দখলের লড়াইয়ে পিছনে ফেলে দিল অন্য সব দলকে। চোয়ালচাপা লড়াই করে ছিনিয়ে নিল প্লে অফের টিকিট।বদলে যাওয়া এই আরসিবির নেপথ্যে একাধিক কারিগর থাকলেও, বড় ভূমিকা ছিল কিং কোহলির। টুর্নামেন্টের শুরু থেকে রান পাচ্ছিলেন, কিন্তু স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। মুখে জবাব না দিয়ে বিরাট বেছে নিলেন তাঁর অস্ত্র ব্যাট। আইপিএলের দ্বিতীয় পর্বে এসে শুরু করলেন ঝোড়ো ব্যাটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার।

বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ...

বলা চলে বহু প্রতীক্ষার অবসান হল।

বলা চলে বহু প্রতীক্ষার অবসান হল। বলা চলে বহু প্রতীক্ষার...