খেলার শুরুতেই খারাপ সময় যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের । প্রথম দুটো ম্যাচ হেরে প্রবল চাপে পড়ে গিয়েছে তারা। তার উপরে হার্দিক পাণ্ডিয়া একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবির খুব একটা ভালো জায়গায় নেই। এর মধ্যেই তাদের অস্বস্তি আরও বাড়ালেন সূর্যকুমার যাদব )। তিনি যে শুরু থেকেই মুম্বইয়ের জার্সি পরে নামতে পারবেন না, তা জানা গিয়েছিল আইপিএল শুরুর আগেই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রয়েছেন। স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।সেই সূর্য কুমার যাদব প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ”সূর্য ভালো উন্নতি করছে। খুব শীঘ্রই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে।