বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বুধবার
টমটম চালকরা ট্রাফিক এসপি,র কাছে ডেপুটেশন প্রদান করে l এদিন টমটম চালকদের তরফ থেকে এক প্রতিনিধি দল গিয়ে ট্রাফিক এসপি,র সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় l ডেপুটেশন কালে এক টমটম চালক বলেন, দীর্ঘ বছর পর আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে l এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে শ্রমিক কৃষক সব সকলেই ভাল ও সুন্দর ভাবে চলছে l কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে প্রশাসন এর তরফ থেকে কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে রাস্তা যানজট মুক্ত রাখতে l দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলতে দিচ্ছে না তাদেরকে, তাহলে আমরা কি চলন্ত গাড়িতে যাত্রী তুলব l এই প্রশ্ন ছুড়ে দেন টমটম চালকরা l এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এদিন ট্রাফিক এসপি,র দ্বারস্থ হন l তাদের দাবি যদি মানা না হয় তাহলে সবগুলা টমটম এর চাবি এসপির নিকট দিয়ে যাবে বলে ই রিক্সা চালকরা হুঁশিয়ারি দেয় l
বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বুধবার টমটম চালকরা ট্রাফিক এসপি,র কাছে ডেপুটেশন

Leave a Comment