উন্মত্ত কুকুরের তাণ্ডবে আতঙ্কিত সাধারন মানুষ
উন্মত্ত কুকুরের তাণ্ডবে আতঙ্কিত সাধারন মানুষ। মঙ্গলবার ধর্মনগর শহরে প্রায় তের জনকে কামড়েছে একটি উন্মত্ত কুকুর। শহরের সাধারন মানুষ ভয়ে রাস্তায় বেরোতে দ্বিধাবোধ করছে এখন। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
একটি কুকুর একে একে প্রায় ১৩ জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা ধর্মনগর জুড়ে আতঙ্ক এর সৃষ্টি হয়েছে l ঘটনার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধই বেশি। এই ঘটনায় আতঙ্কিত সকলে l